★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
এ'তেকাফ এর বর্ণনা দেখুন। - Mas'la Masayel Discussions on

এ'তেকাফ এর বর্ণনা দেখুন।

edited May 2020 in Mas'la Masayel

মাহে রমজানুল মুবারোকের উপহার এতেকাফ।

২০ রমজান এর সুর্য ডুবার আগে মসজিদে এতেকাফের জন্য প্রবেশ করতে হবে ইদের চাঁদ উদিত হলে বের হয়ে আসবে।

এতেকাফ হল সুন্নতে মোয়াক্কাদা আলাল কেফায়া। এলাকার কিছুলোক আদায় করলে সকলের দায়িত্ব আদায় হয়ে যাবে।

এটা খুবই ফজিলতময় এবাদত, যা নবী করিম (সাল্লাল্লাহুআলায়হিওয়াসাল্লাম) প্রতি রমজানেই পালন করতেন।

এতেকাফকারীর দোয়া আল্লাহ কবুল করেন।

এতেকাফ মসজিদে হারাম এরপর মসজিদে নববী এরপর জুমা মসজিদ এরপর এবাদতখানায় উত্তম।

রমজানে এতেকাফ এর জন্য রোজা রাখা শর্ত।

মহিলারা ঘরে নামাজের জায়গায় এতেকাফ থাকতে পারে।

তবে মহিলাদের এতেকাফ অবস্থায় পিরিয়ড হলে রোজা রাখতে পারে না তাই এর ফলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে।

এতেকাফকারী বেহুদা কথা না বলে ধর্মিয় আলাপচারিতা করতে পারবে।

এতেকাফ এর উদ্দেশ্য হল শবে কদর তালাশ করা তাই শেষ ১০ দিনের বেজোড় রাত সমুহে এবাদতে কাটানো দরকার।

এতেকাফ কারী বিনা প্রয়োজনে মসজিদের এরিয়া থেকে বের হলে এতেকাফ নস্ট হয়ে যাবে।

প্রয়োজনে বের হওয়ার অনুমতি আছে যেমন মসজিদের এরিয়ায় বাথরুম না থাকলে মসজিদের বাহিরে নিকটবর্তী বাথরুম ব্যবহার করার জন্য বের হতে পারবে।

এতেকাফকারীর স্বপ্নদোষ হলে সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাবে, প্রয়োজনে দেরী না করে মসজিদের চুনের দেওয়ালে তায়াম্মুম করে নিয়ে বের হয়ে গোসল করে পাক হয়ে মসজিদে প্রবেশ করবে।

এতেকাফ কারী বিনা প্রয়োজনে মসজিদের বাহিরে যে অজুখানা আছে তাতে বসে সনয় নস্ট করা জায়েজ নাই।

এতেকাফ অবস্থায় কোরান তেলাওয়াত, হাদীস পাঠ, নবী অলির জীবনী পাঠ, জিকির আজকার, দরুদ পাঠ, ওয়াজ শ্রবন ইত্যাদী কাজে ব্যায় করা এবং সকলের জন্য দোয়া করার মাধ্যমে ব্যয় করা চাই।

আল্লাহ সকলকে এ ফজিললতময় আমল জীবনে একবার হলেও আদায় করার তৌফিক দান করুক (আমিন)

Comments

Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|