★بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم★لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ★اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ★
YaNabi.in
নামাজে জামার হাত বা পাজামা বা অন্য কিছু গুটানো ভাঁজ করা মাকরুহ এ তেহরিমি নামাজ পুনরায় পড়তে হবে। - Mas'la Masayel Discussions on

নামাজে জামার হাত বা পাজামা বা অন্য কিছু গুটানো ভাঁজ করা মাকরুহ এ তেহরিমি নামাজ পুনরায় পড়তে হবে।

edited June 2018 in Mas'la Masayel
নামাজে জামার হাত বা পাজামা বা অন্য কিছু গুটানো ভাঁজ করা মাকরুহ এ তেহরিমি (মানে হারামের কাছাকাছি)
আর এই ভাবে নামাজ পড়লে পুনরায় নামাজ ফিরিয়ে পড়া ওয়াজিব।
[Bukhari Sharif, Jild 1 Page: 113] [Muslim Sharif Jild 1 Page: 193] [Tirmizi Sharif Jild 1 Page 22] [Abu Dawood Sharif Jild 1 Page 94]
হুজুর ﷺ ইরশাদ করেছেন , আমাকে শরীরে সাত জায়গা [দুই হাত, দুই হাঁটু, দুই পা আর কপাল) দ্বারা সিজদা করতে হুকুম দেয়া হয়েছে আর চুল আর কাপড় না উল্টাতে (না ভাঁজ করতে) হুকুম দেয়া হয়েছে।
[Sahih Muslim Sharif, Hadith No. 1076] [Sahih Bukhari Sharif: Hadith No. 774]
এখন কেউ যদি বলে আমার পাজামা গোড়ালির গাঁট (টাখনির) চেয়ে বড়ো বা ঢেকে যায় । তাকে আমি বলবো সে যেন গোড়ালির গাঁট (টাখনির) উপর পর্যন্ত পাজামা প্যান্ট তৈরি করে । আবার গোড়ালির গাঁট (টাখনির) ঢেকেও পাজামা প্যান্ট ব্যাবহার করা যাবে না কেননা এতে অহংকার বুঝাই ।

প্রমান ভিডিওঃ



Sign In or Register to comment.
|Donate|Shifakhana|Urdu/Hindi|All Sunni Site|Technology|