আরবি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মহরম মাস ।আর এই মহরম মাসে পবিত্র ইবাদত ব্যতীত কিছু অবৈধ কাজ করে থাকে যেগুলি সচরাচর আমরা চোখে দেখে থাকি ।এই বইটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।লেখক মুফতি নুরুল আরেফিন রেজভী আজহারী যে এই বিষয়গুলি এই বইয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন অর্থাৎ কি বৈধ অবৈধ কি করলে নেকি পাবেন কি করলে পাপ হবে হারাম হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে…এই বইটিতে রয়েছে আশুরার দিন কিভাবে পালন করবেন, আশুরার রাত কিভাবে পালন করবেন ,মহরম মাসে কালো কাপড় পড়া কেমন ?তাজিয়া তামাশা দেখা কেমন? তাজিয়া মান্নত করা কেমন ? তাতে সহযোগিতা করলে কি হবে? মহরম মাসের দশ তারিখে চুলায় নান রুটি পাকা এগুলো উচিত কিনা ? ইয়াজিদ কে কাফের বলা যাবে কিনা ? মহরম মাসে বিয়ে করা যাবে কিনা? লাঠি খেলা তাজিয়া করা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে তাই এই বিষয়ে বিস্তারিত জানতে এই বইটি মুসলিম জগতের জন্য বিশেষ করে বাঙালিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই। নিচের ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করে এ বইটি ডাউনলোড করে নিজে পড়ুন এবং লিংকটি শেয়ার করে অপরকে পড়ার সুযোগ করে দেন যেন তারা মহরমের বৈধ-অবৈধ কাজগুলি জানতে পারে।